অতি বৃষ্টির ফলে যখন বন্যা নেমে আসে,
মাঠ- ঘাট সব যে ডুবে জলে গরু- ছাগল ভাসে।
বন্যা এলেই প্রতিবছর ফসল করে নষ্ট,
গরীব দুখী কৃষক কাঁদে বক্ষ ভরা কষ্ট।
ঘরবাড়ি সব ভাসলে জলে উদ্বাস্তু হয় তায়
লোকে তাপে অশ্রুঝরে আশ্রয় কোথা পায়।
জিনিষপত্র ভেসে যেতে নিঃস্ব দীন তারা
জীবন রক্ষার প্রবল তাগিদ হয়ে সর্বহারা।
দিশাহারা পাগলপারা মাথায় সবার হাত
ক্ষুধার জ্বালায় কেঁদে ভাসায় পেটে নাই রে ভাত।
স্কুল,কলেজে, উদ্বাস্তু জীবন ত্রাসে জাগে ভয়
সরকারি ত্রাণ বাঁচায় রে প্রাণ জীবন টিকে রয়।
বন্যার সাথে ছড়ায় এসে রোগ যে কত নানা,
নেতা- মন্ত্রী দেখতে এসে মুখেই ভাষণ খানা।
উদ্বাস্তুদের চোখের জলে ভাসে হাহাকার
বলো প্রভু,এমন জ্বালা সইবো কত আর?