Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বন্ধুত্বের ভিন্নরূপ || Mrinmoy Samadder

বন্ধুত্বের ভিন্নরূপ || Mrinmoy Samadder

বন্ধুত্বের ভিন্নরূপ

হ্যালো বন্ধুরা,আমি তোমাদের প্রিয় আরজে রোহন আবার চলে এলাম তোমাদের ফেভারিট অনুষ্ঠান “কথা হবে তোমার সাথে” নিয়ে। আমি আছি তোমাদের সাথে একশো কুড়ি দশমিক দুই রেডিও টকশোতে। এতদিন তোমাদের সাথে আমার কথা হতো কিন্তু আজ আমি শুধু তোমাদের কথা শুনবো। আজ আমি কোন কথা বলবো না শুধু তোমরাই বলবে। আমাদের ফোন নাম্বার তোমাদের সবারই জানা আছে। এত দেরি কেন বন্ধুরা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসেই তোমাদের থেকে শুনবো বন্ধুত্বের বিষয়ে। তোমরা বন্ধুত্বকে কে কিভাবে দেখো? অতএব বন্ধুরা তোমরা চলে এসো সবাই খুব তাড়াতাড়ি। ঠিক দু মিনিটের মধ্যেই ফিরে আসছি আমি রোহন তোমাদের কথা শুনবার জন্য। ঠিক দু মিনিটের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আমাদের কথাবার্তা। যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বন্ধুরা। তবে একটা অনুরোধ তোমরা বন্ধুত্ব নিয়ে তোমাদের বাস্তব অভিজ্ঞতার কথাই শেয়ার করবে।
দু মিনিট পর।
রোহন হ্যালো বন্ধুরা তোমরা চলে এসো। আমি ফিরে এসেছি। হ্যা প্রথম কলটাও চলে এসেছে। দেখে নিচ্ছি কে আছে ওপারে। হ্যালো,কে বলছেন?
হ্যালো, আমি রিয়া বলছি সোদপুর থেকে। আমি ভাগ্যবতী আজ আমি প্রথম কলার হতে পারলাম। সময় নষ্ট না করে সরাসরি চলে আসি আজকের বিষয়ে। হ্যাঁ, আমি বন্ধুত্বের পরশ পেয়েছিলাম যখন আমার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আমার মায়ের বাইপাস সার্জারি হবার ছিল এবং পুরো টাকা আমরা জোগাড় করে উঠতে পারিনি। অপারেশন হবার পর হাসপাতাল থেকে যখন টাকা-পয়সা চাইলো আমাদের কাছে হাজার দশেক টাকা কম পড়েছিল। ঠিক সেখানেই কল্যাণ বলে একজন উপস্থিত হয় এবং বাকি টাকাটা মিটিয়ে দেয়। সে কখনোই আমাদের কাছে ঐ টাকাটা দাবিও করেনি। তখন থেকে কল্যাণ আমার প্রিয় বন্ধু হয়ে যায় এবং এখনও ও আমার প্রিয় বন্ধু।
রোহন অনেক ধন্যবাদ আপনাকে। আবার কে এলেন দেখে নিই। হ্যালো কে বলছেন?
হ্যালো, আমি সুজন বলছি হাওড়ার সাঁকরাইল থেকে। আমি এমন একজন বন্ধু পেয়েছি যার সাথে দেখা হবার মতো কথাই ছিল না। তখন আমি গ্র্যাজুয়েট হয়ে চাকরির চেষ্টা করছিলাম কিন্তু কোনো সাফল্য আসছিল না। হঠাৎ একদিন সুমনের সাথে এক জায়গা থেকে ইন্টারভিউ দিয়ে বেরোবার সময় রাস্তায় দেখা হলো। ও আমাকে ডেকে একটা কার্ড হাতে দিয়ে বলল কাল এই ঠিকানায় চলে এসো,কথা হবে। পরদিন গেলাম ঐ ঠিকানায় এবং ওর মাধ্যমে চাকরিটা হয়েও যায়। এখন আমি ওখানকার ম্যানেজার। সবটাই ওরই জন্য। সুমন আজকের দিনে আমার প্রিয় বন্ধু।
রোহন অশেষ ধন্যবাদ সুজনবাবু আপনাকে। আবার একবার ব্রেকে যেতে হচ্ছে। ব্রেক থেকে ফিরে এসেই আপনাদের কথা শুনবো।
রোহন হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের কথা শুনবার জন্য। চলে এসো বন্ধুরা। আজকের অনুষ্ঠানে তোমরাই হোস্ট, আমি শুধু শুনছি। হ্যালো, কে বলছেন?
হ্যালো,আমি গড়িয়া বাজার থেকে মোনা বলছি। একটা সময় আমি একাকিত্বের অন্ধকারে ডুবে যাচ্ছিলাম। তখন আমার একজন বন্ধু বলল তুই ফ্রেন্ডশিপ ক্লাবে নাম লেখা। সেইমতো নাম লেখালাম। ওখান থেকেই একজন বন্ধু পেলাম,যার নাম মৃণাল। যে দিনের পর দিন আমার সাথে কথা বলে বলে আমার একাকিত্বকে একেবারে উধাও করে দিয়েছিল। আজ সেই আমার সবচাইতে বড় বন্ধু এবং আমার স্বামী।
রোহন অশেষ ধন্যবাদ। হ্যালো,কে বলছেন?
হ্যালো আমি সোমা বলছি দমদম থেকে।আমার কলেজ শেষ হয়ে গেছে। কলেজে কোন বন্ধু করতে পারিনি। আসলে আমি একজন অন্তর্মুখী মেয়ে। তাই প্রেমের প্রস্তাব পেলেও তা গ্রহণ করতে পারিনি ভয়ে। কলেজ শেষ হয়ে যাবার পর আমার নিঃসঙ্গ জীবন শুরু হলো বাড়ির চার দেওয়ালের মধ্যে। মা অনেক আগেই মারা গেছেন। বাবা তার কাজ নিয়েই ব্যস্ত। এমন সময় হঠাৎ একদিন একটা ফোন এলো। ফোনটা ধরাতে ওপাশের ছেলেটি অন্য একজনের কথা বলছিল। বুঝলাম ক্রস কানেকশন হয়ে গেছে। কথা বলে ফোনটা রেখে দিলাম। এরপর পরপর কয়েকদিন ওই নাম্বার থেকে ফোনটা আসতে লাগল আর কথা বলতো। বলতে দ্বিধা নেই আমিও ওই ফোনটার জন্য অপেক্ষা করতাম। ছেলেটির নাম প্রত্যুষ। অল্প অল্প কথা হতে হতে, কথা বলবার সময় বাড়তে লাগলো। এই সময়টায় আমার নিঃসঙ্গতা কেটে যেত এবং সারাদিনের কাজের একটা উৎসাহ পেতাম। প্রত্যুষ আমার জীবনে আলো নিয়ে এসেছে। ও আমার আজকের দিনে সবচাইতে প্রিয় বন্ধু।
রোহন অশেষ ধন্যবাদ। হ্যালো, ফোনের ওপারে কে আছেন?
হ্যালো আমি সুমনা বারাসাত থেকে বলছি। আমার বন্ধুত্ব নিয়ে কিছু কথা বলার আছে। আমি যখন স্কুলে পড়তাম তখন চার-পাঁচজন আমরা একসাথেই থাকতাম। নিজেদের টিফিন শেয়ার করে খেতাম। তারপর স্কুল শেষ করে কলেজেও গেলাম একসাথে। কিন্তু কলেজ শেষ হবার পর যখন জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য যুদ্ধ করছি তখন কাউকে পাশে পেলাম না উল্টে যারা বন্ধু ছিলো তারাই আমার বিরোধিতা করতে শুরু করলো। আজ আমি সরকারী চাকরী পেয়েছি। কিন্তু বন্ধুদের দেওয়া এই ক্ষত মন থেকে মুছে ফেলতে পারিনি আজও।
রোহন আপনার অভিজ্ঞতাটা সবার থেকে আলাদা। অশেষ ধন্যবাদ আপনাকে এই তিক্ত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবার জন্য।
ধন্যবাদ সবাইকে। আজ এই অনুষ্ঠানের সময় শেষ। খুব ভালো লাগলো আপনাদের এই অভিজ্ঞতার কথা শুনে। খুব ভালো সময় কেটে গেল আপনাদের অভিজ্ঞতা শুনে। আবার পরে কোন একদিন এই বিষয় নিয়ে আসবো। আজ আমার নিজের সামনেও বন্ধুত্বের একটা নতুন দরজা খুলে গেল। শুভরাত্রি, ভাল থাকবেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *