যখন হৃদয় চিরে রক্ত ঝরে
উচ্ছল নদী শুকিয়ে যাওয়ার কথা বলে
একলা ঘরে অপমানের স্মৃতি মাথা নত করে মুখ লুকায় বুকপকেটে,
যখন কবিতার এলোমেলো শব্দগুলো নিজের অজান্তেই হানা দেয় ব্যথার দুয়ারে
খরকুটোর মতো ভাসিয়ে নিয়ে যায় প্রাণের আশ্বাসগুলোকে,
যখন অপ্রাপ্তির যন্ত্রণায় দগ্ধ কোলাহলে লেপটে থাকে হাজারো বেদনা, ক্ষত-বিক্ষত করে মন ও শরীরকে,
তখন সুরের মোহনায় ভেসে রঙিন ভোরের সকাল এনে দিতে যে পারে, সেই তো বন্ধু—
সে যে স্নিগ্ধতার স্পর্শে সকল অন্ধকার দূরে সরিয়ে সফলতার সাক্ষী হয়ে রয়
কখনও খেলার সাথী হয়ে
কখনও সুখ-দুঃখের নিবিড় ভালোবাসার বন্ধন হয়ে পাশে থাকে
কখনও জীবনের সকল গল্পের শ্রোতা হয়ে অথবা দিশাহীন জীবনের অতন্দ্র প্রহরী হয়ে যে প্রদীপের শিখা চির বহ্নিমান, সেই তো বন্ধুর মত বন্ধু—
যার সৌরভে হৃদয়ের ব্যালকনিতে জমা বিষণ্ণ ধূলার ঝড়
শরতের সফল প্রভাতফেরীর শিশিরবিন্দুতে মিশে যায় অবলীলায়,
যার শীতলতার ছোঁয়ায় প্রবাহমান জীবনে এনে দেয় একগুচ্ছ মিঠেল ঢেউয়ের সন্তরণ।
ভালো থেকো বন্ধু অপরূপ কবিতার দেহলতা হয়ে,
জ্বলে ওঠো প্রতিনিয়ত নিয়তির নিষ্ঠুর কুয়াশা সরিয়ে সুর্যের কোমল আলোয় ,
বন্ধুত্বের অটুট বন্ধন বজায় রেখ স্বগতোক্তির স্ফুরিত অধরে, নিষ্পাপ ভালোবাসা ও বিশ্বাসের অদম্য স্পৃহা হয়ে।