ধূপের মতন স্নিগ্ধ সুবাস
ছড়ায় যাহার মন,
তার মতন কি আছে গো আর
পরম মিত্র ধন?
বন্ধু আমার উদার আকাশ
মুক্ত হাওয়ার ঢেউ,
বিপদ দেখলে দাঁড়ায় পাশে
এমন আছে কেউ!
সুখে তেমন দুখেও তেমন
রাখে কাঁধে হাত,
ঝুটঝামেলা যাই বা আসুক
বন্ধু থাকে সাথ।
আমার সকল গোপন কথা
বন্ধুর কাছে কই,
ভালোবাসি তাঁকে বড়ো
সে যে পরাণ সই।
দূরে থাকলেও বন্ধু করে
হৃদয় মাঝে বাস,
দূরাভাষে যাই ভেসে যাই
বুকে খুশি রাশ।