রুনুর আছে ছোট্ট পুতুল
ও একটা লাল বল,
রুনু শুধুই পড়ার ফাঁকে
খোঁজে খেলার ছল,
চোখ দুটো তার বড় বড়
মুখটা ভারি মিষ্টি,
তিড়িং বিড়িং ছুটে বেড়ায়
একি অনাসৃষ্টি!
গাল ফুলিয়ে হঠাৎ রুনু
ধরলো নতুন বায়না,
চাই একটা সবুজ টিয়ে
অন্য কিছু চাই না,
কান্না জুড়ে দিলো রুনু
সিঁড়ির ধাপে বসে,
ত্রাহি ত্রাহি করে সবাই
স্বস্তি কিসে আসে!
অবশেষে আনেন বাবা
সবুজ এক টিয়া,
কান্না ভুলে হাসলো রুনু
নাম রাখলো হিয়া,
আদর করে দিল রুনু
পিয়ারা কাঁচালঙ্কা,
বারে বারে যায় ধেয়ে
কিসের যেন শঙ্কা !
খুব ভোরে ঘুমের ঘোরে
গেলো হিয়ার কাছে ,
হিয়া যেন উঠলো বলে
অনেক কান্না জমা আছে !
অবাক চোখে বলল রুনু
কি হয়েছে তোমায়,
হিয়া বলে চোখের জলে
আকাশ ডাকে আমায়।
ছোট্ট রুনু ভেবে খানিক
খাঁচা দিলো খুলে,
বললো জোরে বন্ধু আমার
যাবে না তো ভুলে!
দিন চারেক পর রুনু
পড়ছিল মন দিয়ে,
হঠাৎ এসে বসল টিয়া
ডাকলো সুর দিয়ে ।
চমৎকার