এখন বিকেল লিখি
লিখি মরা নদীর গল্প
ছেঁড়াপাল বুড়ো হালের অসময়
লিখি অসুখ
হলুদ ফুলের উপন্যাস
ফিরে ফিরে আসি
সেই বারান্দায়
অন্ধকার জলে চান করা
প্রাচীন আকাশের মুখোমুখি
ইচ্ছ করে
খুব ইচ্ছে করে হারিয়ে যেতে
পিঠে পূঁটলি নিয়ে
চেনা পথ আকাশ মাঠ নদী
ধানমাঠ পেরিয়ে
অন্য কোথাও
এমন একটি ঠিকানা জানা নেই
হারিয়ে যাওয়ার মত
বৃথা চেষ্টা
বারে বারে ফিরে আসা
পর্দা সরিয়ে দিলেই
একমুঠো মনখারাপ
কয়েকটা মুখ
মুখভার করা রোদের টুকরো
বুকে হেলান দেয়
শিউলি ফুলের মাঠ
আর প্রাচীন আমি
আঙ্গুলে আঙ্গুলে জড়ায়
ছায়ার কাব্যগ্রন্থে
তোমার মুখ
বৃষ্টি ভেজানো দিনগুলো
করুন গান
পরিচিত নদী ঢেউ ভিজিয়ে দেয়
নরম মাটি
আমার মনখারাপের প্রসিদ্ধ দিনগুলো
স্নিগ্ধ আগুনে পোঁড়ায়
শুধু তোমার কথা মনে পড়ে
আমার ইচ্ছে নদীর চর হয়ে
থেকে যাও