মেখলা পরে একলা ধেয়ে
মেঘ বালিকা যায়,
আকাশ থেকে -থেকে থেকে
বিজলি চমকায়।
টিনের চালে ঠমক তালে
রিমঝিমিয়ে এসে,
রাত দুপুরে মিষ্টি সুরে
ঘুম ভাঙালো শেষে।
চোখ ধাঁধানো বুক কাঁপানো
আলো’তে রোশনাই,
ঝিলিক দিয়ে যায় লুকিয়ে
আর কি তাকে পাই?
কেমন করে ফিরবি ঘরে
বাইরে ডাকে দেয়া,
থাকিস রাতে আমার সাথে
বন্ধ আছে খেয়া।