আজকাল দেখি যে কেন
তুমি কর খুব রূঢ় ব্যবহার ৷
এসব সহ্য করেছি এতকাল
এখন সহ্য হয় না আর ৷
অনেকটা সময় কাটে যে
রান্নাঘরে আমার ৷
তৈরী করি সকলের মন মতো আহার ,
এসব তো বাজে লাগে না
কখন আমার ৷
যদিও বন্দীশালা মনে হয়
রান্নাঘর তোমার ৷
ভাবি তাই কবে পাই
মুক্তি আমার ,
হতেএই বদ্ধ কারাগার ৷
বুঝি না কবিতা লেখায়
কেন আপত্তি কর বারবার ৷
লেখালেখি করি বলে কতলোক
জানে যে আমায় ৷
কত বন্ধু কত নাম যে আমার
এসব কি ভালো লাগে না তোমার ?
কবিদের সঙ্গে লেখা নিয়ে
আলোচনা হয় দরকার ৷
তাই ফোনে কথা বলি বারবার
ভুলসংশোধন করি কবিতা আমার ৷
তুমি তাতে বাধা দাও
কেন যে আবার ৷
তুমি তো নিজের লোক
তুমি যদি উৎসাহ না দাও আমার
বল কে যে দেবে আর ?