ইচ্ছে করে ভেসে যেতে
কুশিয়ারার বুকে
বেড়াই মনের সুখে
আনন্দে সব উঠবো মেতে
ফুল্ল হাসি মুখে।
বড়ো ইচ্ছে মেঘের ভেলায়
ভাসতে আকাশ প’রে
স্বপ্ন চোখে ভরে
মেঘবালিকার সাথে খেলায়
পড়বে খুশি ঝরে।
ইচ্ছে করে আলপথ ধরে
ফড়িং ধরতে ছুটি
সাথী সনে জুটি
সাঁঝ ঘনালে ফিরে ঘরে
মায়ের সোহাগ লুটি।
ভাবনা গুলো আজব ভারী
আবেশ ভরে দুলে
আঁকে স্বপ্ন ফুলে
একদিন আমি দেবোই পাড়ি
আকাশ গঙ্গার কূলে।