তুমি এতটাই নির্লজ্জ
যতটা রাস্তার কুকুরটাও নয়
তুমি এতটাই বজ্জাত
তুমি কোন জাতের মধ্যেই পড়না।
তোমার প্রতিটি মুচকি হাসির মধ্যেই
স্বার্থ আর অর্থের ফাঁস লাগা ফস্কা গেরো চেয়ে আছে
প্রতিটি রন্ধে রন্ধে চালাকির প্রকাশ পায়
ক্ষেত্রফলের ক্ষেত্রেও তুমি জিতে যাও প্রত্যেকবার।
ভগবান তোমাকে কোন বিচার বুদ্ধি দেয় নি
তুমি শুধু লাভ আর লোকসান ভাবতে শিখেছ
তুমি লাভ লোকসান খোঁজো—–
বাবা মায়ের সম্পর্কের মাঝে
তুমি লাভ লোকসান খোঁজো——-
স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে
তুমি লাভ লোকসান খোঁজো——-
পথে-ঘাটে;অফিসে-আদালতে
তুমি লাভ লোকসান খোঁজো——–
প্রেমেতে; বিরহে; মৃত্যুর শোকে।
সবেতেই তুমি লাভ লোকসান বিচার করো
সবকিছু থেকেও তোমার যেন কিছুই নেই আজ
তোমাকে দেখে আমার মনে হয়
তোমার মত অনেক কিছু না থাকলেও
আমি আজ তোমার থেকে ঢের ধনী।