শ্রমিক কৃষাণ মুটে মজুর রোদে ঝরায় ঘাম
তাদের ঘামের বিনিময়ে পাচ্ছে নাকো দাম
ওদের ঘরে খাবার কোথায় ক্ষিদের জ্বালায় শেষ
তাই তো তাদের সোপান করে এগিয়ে যায় দেশ
অভাব তাদের পদে পদে কষ্ট যে খুব বেশ
অনাহারে জীবন কাটায় কঠিন রোগে শেষ
শ্রমিক কৃষাণ মুটে মজুর রোদে ঝরায় ঘাম
তাদের ঘামের বিনিময়ে পাচ্ছে নাকো দাম
ওদের ঘরে খাবার কোথায় ক্ষিদের জ্বালায় শেষ
তাই তো তাদের সোপান করে এগিয়ে যায় দেশ
অভাব তাদের পদে পদে কষ্ট যে খুব বেশ
অনাহারে জীবন কাটায় কঠিন রোগে শেষ