আমার জন্মভূমি আমার বাংলা
ভালবাসি বাংলার মাটি,
এই মাটিকেই আঁকড়ে ধরেই তো
হবো আমি মানুষ খাঁটি।
ছয় ঋতুর নানান বৈচিত্র্যকে
মনে করিস অলঙ্কার,
তাই তো মাগো ফুটেছে তোর
এমন রূপের বাহার।
নদীর জলে বিবিধ সুর তুলে
বেড়াস যে বছরভর,
এমন রূপের রূপসী বাংলায়
ভোলে সবে আপনপর।
এই সোনার বাংলা বঙ্গজননী
দিয়েছো তো উপহার,
এমন জন্মভূমি ছেড়ে মন টেকে না
ফিরে আসি বারবার।
প্রেম বিরহের গাঁথা দোলে ভাই
বাংলার ঋতুর বৈভবে,
কখনও উদাসী হাওয়ায় উদাসী
কখনও মাতি উৎসবে।
বঙ্গজননী প্রণমি তোমায় দিবারাতি
দিয়েছো যে অপার্থিব সুখ,
জন্মে জন্মান্তরে চাই গো দেখতে
তোমার স্বর্ণিম এই মুখ।।