বই মেলাটা আসে যখন
ভাষার মাস টা জুড়ে,
পাঠক লেখক ওঠে মেতে
আনন্দেরই সুরে।
দেশ বিদেশের নানা গ্রন্থের
বিপুল সম্ভার দেখে,
জ্ঞানের বাগে ফুল ফুটাতে
কিনছে খুশি মেখে।
বইমেলা যে জ্ঞানের তীর্থ
বলেন জ্ঞানী জনে,
সকলজনার মিলনমেলা
সৌহার্দ্যেরই সনে।
বইমেলা যে সইমেলা ভাই
আড্ডা গল্পের মাঝে,
আলাপনে ঋদ্ধ জনে
আসে মনের কাছে।
বছর ঘুরে বইমেলা যে
আসবে আবার ফিরে,
বই পিপাসুর চাতক আঁখি
থাকবে আশায় ঘিরে।