কেউ দেখেছে কি তাকে ধ্যানে প্রার্থনা তে
নামাজ পড়তে পড়তে জিনিয়া দেখেছে কি তাকে
সুগন্ধি ছড়িয়ে গভীর রাতে সে যখন আসে
অফুরান জ্যোৎস্নায় চৈতী পাখি দেখেছে তাকে?
সে কিন্তু দেখে সব দেখে ফেলে
সেদিন সেই বালক _ যার বাপটা মরল ভোটে পুলিশের গুলিতে মা মরল দড়ি দিয়ে গাছে শোকে ছ দিন খিদের সাথে ঝুজে বালক মরল বলে গেল ” সব বলে দেব তাকে ।”
তার খাবারে ভেজাল ছিল বলে মরল যে শিশু
সে বলে গেল __” সব বলব তাকে “।
সে দেখেছে মানুষ মানুষকে মারতে উন্মত্ত
ভাবনা গবেষণা টাকা মানুষ মারতে ব্যস্ত
একটুকরো প্রেমের জন্য মানুষ উষ্ণ ।
কখনো লাশ হয় জীবন্ত ।
অবিশ্বাস ও বিষাক্ত শ্বাসে
ছেয়ে গেছে পৃথিবী
পৃথিবী ফেরত চায় সে
ফিরিয়ে দিতে চায় সূর্য কে
মূল উৎসে ।
একশো বছর পরে।