তারপর রোদ উঠবে,ফুল ফুটবে
নতুন প্রানের হাসি খলখলাবে
কেবল সেই সৌন্দর্যে আমি থাকবো না।
থাকবে স্পর্শ,ভাসবে কথার শব্দ
ফাঁকা ঘরে ,হাজার সাক্ষী ,নীরবে কাঁদবে –
দূরে দাঁড়িয়ে দেখবো,তুমি ভীষন জব্দ।
কাছে থাকলে মূল্যহীন, বড় নিরাসক্ত
ব্যর্থতার ক্লান্তিতে এ মুখচ্ছবি আরক্ত
তার ফাঁকে কিছু ব্যথা থেকে যাবে অব্যক্ত।
সজনী গো রজনী তো এখনও বাকি
তাই কথার ফাঁকে,ফাঁকে কিছু প্রেম রাখি
কালকের যারা প্রিয় … ভাগ করে নিও।
যদি ফিরে আসি,যেন আলো নিয়ে আসি
তমসের গায়ে মাখাব জ্যোৎস্না রাশি,রাশি
সঞ্চয় নয় , বিলিয়েই নির্ভার ,শুধু বুকভরা হাসি।