ঘুম চোখে স্বপ্নে খুকু উঠলো হেসে
নানা রঙের ফুলে বাগে শোভা ধরে
অলি দলে ওড়ে ফুলের গায়ে বসে
রূপকথার ওই দেশে।
অবাক খুকু এতো সব পরী দেখে
পরীরা সব হেসেআদর করে তাঁকে
অপূর্ব স্বাদ ফুলের মধু দেয় খেতে
সোহাগ আদর মেখে।
পরী রানি ফুল সাজে ছিল যেথা
চারপাশে ম-ম- ফুলের সুবাস ভরে
হরেক পরী ঢলে ঢলে নাচে তালে
খুকু গেলো সেথা।
পরী রানির কোলে খুক বসে কয়
এতো সুন্দর দেশ আর কোথা নাই
মনে হয় মাকে যদি এ দেশ দেখাই
কত মজা হয়।
চাঁদের দেশে খুকু বুড়ি দিদা পেয়ে
আগডুম বাগডুম সব গল্প যে বলে
চাঁদ বুড়ি মুড়কি দিলে তাকে খেতে
খুকু নিলো খেয়ে।
চাঁদ মামা খুশিতে দিল দুটো তারা
খুকু ভাবে মাযে খুশি হবে খুব
চুমো এঁকে বুকে তাকে নিত টেনে
খুকু আত্ম হারা।
সহসা মিঠে ছোঁয়া খুকু চোখ মেলে
আশ পাশে পরী নেই আজব কান্ড
তারা দুটো?নেই কিছু ভারী অদ্ভুত!
খুকু কেঁদে ফেলে।