আমার মা কে খুব মনে পড়ে!
তুমি তো আছো আমার হৃদয় জুড়ে !
মনে পড়ে নরম তুলতুলে ছোট্ট দুটি পায়ে
হাঁটতে গিয়ে গড়িয়ে পড়ি তোমার কোলে!
গল্প বোলে অ, আ ,ক ,খ ABCD শিখিয়েছিলে
লিখতে পড়তে, বই খাতা আর স্লেট পেন্সিলে
তোমার স্নেহে, আজ আমি পাতার পর পাতা
শব্দ আর কথা দিয়ে তৈরী করি কবিতার খাতা!
মা গো তুমি তো ওই ভুবনের প্রান্তে চলে গেছো,
দেখছো তুমি ছেলের এই সব কাণ্ড মা গো!
কষ্ট পেল আমি কার কোলে মাথা রেখে কাঁদবো!
অন্যায় আবদার লুকোচুরি কার সাথে করবো
আনন্দে চিৎকার করে ‘ মা ‘ কাকে ডাকবো!
তুমি ফিরে এসো মা আবার সেই টিনের ঘরে
হ্যারিকেনের আলোতে আবার বসব পড়তে
তোমার কোলে পরম স্নেহে ঘুম পাড়ানি গানে
চলে যাবো ঘোড়ার পিঠে তেপান্তরের মাঠ পেরিয়ে
রাজকন্যা উদ্ধার করে আনবো তোমার কাছেl