জীবনের সাদা পাতায়
আঁকিবুঁকি কেটেছে অতীত,
কলমে মজেছিলো স্মৃতি
ব্যর্থ মনের নিদারুণ তাড়োনায় ।।
হঠাৎ অদৃশ্যের ভীড়ে
অস্তিত্বের কোনো এক বাঁকে
কলমকে দিয়েছিলাম ছুটি,
সময়ের কাঁটাতারে
এলোমেলো হয়ে যাওয়া কাব্যের আর্তনাদ,
নাহ্ শুনিনি;
তাই যেনো একাকীত্বের ভারে
নুয়ে পড়া অধ্যায়
চাইছে পেতে ছন্দ,,
অব্যাক্ত গঞ্জনায়
লিপিবদ্ধ সেই ছন্দেরা
যেনো ফিরে ফিরে গায়
আবার তো ফিরে আসা যায় ।।