ফিরিয়ে নেওয়ার এতই যখন
তাড়া তোমার,
তবে জন্ম দিয়ে পাঠাও কেন
এ সংসারে, বারেবারে?
ভুবন জুড়ে আলোর খেলা
বিচিত্র রং বিচিত্র সুর,
তোমার তৈরি কতই প্রাণ
কত সুর কত অসুর।
দু মাস করে পাল্টে দাও এই
ধরণীর আবহাওয়া,
কত কিছুই পাল্টে দিচ্ছ
এইতো তোমার রোজনামচা।
পাহাড় ভাঙছো, মরু গড়ছো
নদী ছোটে সমুদ্র পানে।
ভালোবাসার কত রঙিন রঙিন দিনগুলো সব
ছড়িয়ে দিচ্ছ পৃথ্বীময়।
তুমিই আনছো নিকষ কালো
তুমিই ঘটাও জ্যোতির্ময়।
ফিরিয়ে নেওয়ার এতই যখন তাড়া তোমার,
তবে জন্ম কেন দাও বারেবারে?
জন্ম দিয়েই সব প্রাণকে
ছোটাও তুমি মৃত্যুর দিকে।
একজনকে তো বসাতে পারো
অনন্ত কালের প্রহরী করে।
সেই কবে বসিয়েছিলে রবি ঠাকুরকে,
যিনি আছেন সবার অন্তরে।
চারিদিকে এতই পাহারা
শেষ কথা তোমারই ইশারা।
ফেরার যখন এতই তাড়া
জন্ম দিওনা বারেবারে।
একটু সময় থাকতে দিও
অপূর্ব এই সরোবরে।