বসন্ত বাতাসে ভরে প্রেমের সুরভি,
পাঠালাম রবি করে বার্তা যেগো সবি।
ক্ষণেক সময় নিয়ে অনুভবে দেখো,
অনুরাগী মন দিয়ে আবেশটা মেখো
প্রতীক্ষার দোর খুলে আশাদীপ জ্বেলে,
প্রেমের সুরভি ফুলে যদি দেখা মেলে।
ক্লান্তিহীন চোখে ভাসে কত মধু স্মৃতি,
আলাপন প্রীতি রাশে কত মধু গীতি।
ফাগুন প্রেমের সাজে বেঁধেছি কবরী,
ছেড়ে সব ভয় লাজে অপেক্ষা যে করি।
ভালোবেসে ধরো হাত প্রিয়তম স্বামী,
জনম জনম সাথ তুমি আর আমি।