রাজা বলে আমায় দেখ্,
রানি বলে আমি কম কিসে!
চলছে এক অসম প্রতিযোগিতা,
অলিম্পিক মুখ লুকোয় ঘাসে!
উলঙ্গ রাজার মানস-সন্তান বিকাশ,
সে এখন মাঠে মাঠে গোরু চড়ায়!
রানির উন্নয়নের ঢক্কানিনাদ,
কান পাতা বড্ড দায়!
এতো বিকাশ, এতো উন্নয়ন,
ভেবে পাই না রাখি কোথায়!
বেকারত্ব আকাশছোঁয়া,
দ্রব্যমূল্য পিছু পিছু ধায়!
সমস্যা কী আর একটা ভাই,
অথৈ জল যেদিকে তাকাই!
বারে বারে ভোট দিতে যাই,
পরে শুধু হাত কামড়াই!
এক রাজা – রানিতে রক্ষা নেই,
বহু সুগ্রীব দোসর চারপাশে!
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট,
জনগণ আজ পথভ্রষ্ট!