কলিকালের ছেলেমেয়ের প্রেমের বড়ো নেশা,
প্রেম জোয়ারে ভাসিয়ে তরী চলে গাত্র ঘেঁষা।
ছোটো থেকেই একই সাথে ইস্কুলেতে পড়ে
ছেলেমেয়েরা পড়তে যায় এক কোচিং ঘরে।
ছোটোবেলায় খেলার ছলে কাটে তাদের বেলা
ধীরগতিতে চলার পথে চড়ে প্রেমের ভেলা।
প্রেম তরীতে ভাসতে গিয়ে বিপদ ডেকে আনে
ছেলেমেয়েরা স্বাধীনচেতা ভয় নেই কো প্রাণে।
ইচ্ছেমতো ভোগের নেশা কামনাতেই জ্বলে
ছেলেমেয়েরা বোকামি করে বিপদ দিকে ঢলে।
অভিভাবক সঠিক রাহা দেখালেই’তো পারে
ছেলেমেয়ের জীবনগুলো ভরবে নাতো ক্ষারে।