এক পশলা বৃষ্টিতে ভিজল খানিক
মনের ভিতর ইচ্ছে লাজুক অন্তর,
নদীর তীরে সবুজে ভাবছি অলীক
অজানা ঠিকানা তোমা মনের প্রান্তর,
দূরে থেকে শুনি ঢেউ অবারিত গতি
চমকে খুঁজি তোমায় মনের ভিতর !
কোন নব আশে মনে মনে শুভ্র মতি
ভেসে আসে দূর হতে তোমা কন্ঠস্বর?
নতুন ভাবে প্রেম ছায়া পুরাতন
নির্মল চিত্ত তোমার ব্যাকুল অন্তর ,
মনে লেখা চিঠিগুলো পড়েছ আপন
যদি গড়ো মন মাঝে প্রেমের মিনার!
অলীক চিন্তারা হেসে মন নদী ভরে
কায়ায় দূরত্ব মনে প্রেমের জোয়ারে।