ব্যস্ত সময় হাঁপিয়ে যখন থমকে দাঁড়ায়
ভাবনা গুলো ছড়িয়ে পড়ে উদাস এলোমেলো
কাজের পর কাজ যেখানে ইচ্ছেটুকু হারায়
ছুট্টে এসে গুছিয়ে দাঁড়ায় মনের ছন্দগুলো ।
ছন্দ সাজে লেখার মাঝে মন কেমনের রেশ
চুপকথাদের চঞ্চলতা হঠাৎ ফিরে আসে
উপছে ওঠে নির্ঝর সব নয়ন কোনে বেশ
তবুও বুঝি গোপন কথা মুখ লুকিয়ে হাসে ।
হাসি যে তার মন থেকে মন চুরি হওয়ার
ফিসফিসিয়ে রঙীন কথা নিত্য হৃদয় মাঝে
আপন সুখের খুশির ছোঁয়া লজ্জা পাওয়ার
বেশ কেটে যায় মিষ্টি সময় সকাল হতে সাঁঝে ।
সাঁঝের তারার সঙ্গী থাকে বিভাবরীর রানী
স্নিগ্ধ হাসি ছড়িয়ে সুধায় কেমন আছো মন ?
ভালোবাসা পাওনি তুমি পেয়েছো এবার জানি
জোছনা মেখে প্রেমের আলোয় বাঁচো অনুক্ষণ !