আজ ভরা বসন্তে অনেক রঙ
অনেক প্রেম—
কারণ,
‘বসন্ত নাকি প্রেমের কাল’।
তাইত পাখির গান,
সে গান ত গায় পুরুষ পাখী—
প্রেমিকাকে পেতে।
নদীতে তখন ঝুমকো গাছের
ডাল কাঁপে,
ঝির ঝির।
মেয়ে কোকিল ত জানে না যে
শিশু পালন,
তাই
বায়সকূলে ঋণ।
ভরাবসন্তে একমনে গায়
প্রেমিক কোকিল
সুরঝরনার মিড়।
নর রা কি গান গাইতে জানে,
জানে ছলাকলা?
—–নারীকে আহ্বান?
ইতিহাস সাক্ষ্য বিহীন ।
রঙ ধরে লাল— নীল
প্রত্যাখান—
কেমনে ভুলি দেবব্রত-
সত্যবতী
প্রেম উপাখ্যান।
ভুলি নিতো কচ-দেবযানী
বা অম্বা-শাল্বরাজ—
প্রাচীন ইতিহাস।
আছে পীড়ন, শোষন , শাসন ,
স্বার্থ , অহংকার —
……বলাৎকার।
নিঃস্বার্থ প্রেম —
শূন্য ,
শুধুই অন্ধকার ।