আজ পেয়েছি , কালকে পাবো
এমন কোনও শর্ত নেই ,
হতেই পারে শূন্য হবো
ক্লান্ত পাওয়ার মগডালেই ।
গ্রহণ কখন লাগবে চোখে
এবং মনের মাস্তুলে ,
আগাম কোনও বার্তা থাকে
যতই চলি পাল তুলে !
সময় আঁকে সুখের কমা
সময় শাঁখে আনন্দ ,
সময় গাঁথে সুযোগ সুতোয়
বীজের মালায় আকন্দ ।
কখন কেন বিষাদ লিখি
গদ্য ছেড়ে অন্ত্যমিল !
সময় জানো , প্রেম পেড়েছি ?
বাঁধবো বিজন বৃক্ষে ঢিল !