অপেক্ষায় একাকী,দিতে বাকি, দেবো পূত অঞ্জলি ভরে-
আমারে দিলাম তোমারে নিলাম এ বিজন রাতের কন্দরে ।
অশ্রু ঝরে, যদি অন্তরে দহনে জ্বলিব একাকী অঙ্গারে,
তবু চিত্তমম,যেন ফুলসম,সুগন্ধে মাতাবে প্রেমডোরে।
ফুল-মালায় সাজায়ে,প্রেমে মাতায়ে নির্মল দুটি হাতধরে,
শ্রাবনের বারিধারায়,উল্লাসে আত্মহারায়,নিয়ো গো আপন করে।
ভরা জোছনায়, নাহি অন্যায়,মিলনে-মিলন সুখে ভরুক
হোক তীর্থ ,প্রেমে নিত্য বিরহের যাতনা খুশিতে ভুলুক
তৃপ্ত হোক,যৌবন- সম্ভোগ,লাজের বসন উড়ুক পবনে,
গহন তমসে, মিলিব হরষে , দোঁহে চারি নয়নে,নয়নে।