ওই শোনো রিনিঝিনি সুরে রাধিকার পায়ের নূপুর বাজে
বাজে দেখ মুরলী ধারী শ্রীকৃষ্ণের
করুণ বাঁশির সুর
সুর শুনে রাধার ঘরেতে এতটুকু নেই মন
মন ছুটে চলে যায় এঁকেবেঁকে ওই কদমতলে
কদমতলে অপেক্ষা করছে যে তাঁর একান্ত ভালোবাসা
ভালোবাসা তাঁর মনের গহীনে থাকে সুপ্ত
সুপ্ত প্রেম কাঁদতে থাকে মিলনের অপেক্ষায়
অপেক্ষায় করতে হবে সে তো পরের স্ত্রী
স্ত্রী বটে , তিনি আয়ান ঘোষের ঘরনী, সম্পর্কে কৃষ্ণের মামী
মামী সখীদের সাথে ছুটে চলে কদম তলে নুপূরের শব্দ শোনো ওই।