কনকনে শীতে চাই
একটা উষ্ণ চা হতে,
তোমার ঠোঁটের কোমল স্পর্শে
ফিরে পেতে চাই আমার অস্তিত্ব।
জবুথবু শীতে চাই
এক মুঠো রোদ হতে,
যে তোমায় সর্বাঙ্গ আলিঙ্গন করে
করবে তোমায় উষ্ণ।
হাড় কাঁপানো শীতে চাই
পশমের কম্বল হতে,
যে তোমার সারা শরীরে
আনবে উষ্ণতার আবেশ।
প্রবল ঠান্ডায় যখন তুমি
বন ফায়ারের উষ্ণতা নিচ্ছো,
ওই শুকনো কাঠ হয়ে
চাই উষ্ণ করতে তোমায়
আমি যে প্রেম,
তোমাতেই মগ্ন আমি,
তোমার মধ্যে যে অস্তিত্ব আমার;
তোমাকে জড়িয়ে আমি হবো বিলীন।