আরো কাছে এসো
আরো অনেক অনেক কাছে
যতটা কাছে আসলে
তীব্র নেশার জন্ম হয়
যতটা কাছে আসলে
পৃথিবীর অন্য কিছুর কথা
মনে আসেনা
যতটা কাছে আসলে
এক আকাশ ফুল ফোটে এক নিমেষেই
যতটা কাছে আসলে
সব খুঁত ভুলে গিয়ে
নিজেকে অপরূপা মনে হয়
পৃথিবীর সবচেয়ে সুখী বিহঙ্গ মনে হয়
_ঠিক ততটাই কাছে এসো
রক্তে তুমুল ঢেউ উঠুক
হৃদয়ে বাজুক লক্ষ মৃদঙ্গ