জগত মাঝে রক্ত ধারায়
অটুট বাঁধন সবাই জানি,
ভাই ও বোনের আত্মিক যোগে
এই ভুবনে সেরা মানি।
অমোঘ মায়ায় বেঁধে রাখে
সুখে দুখে থাকে মিলে,
বিপদ ঠেলে মনের বলে
জীবন কাটায় খুশির ঝিলে।
ভাই বোনের এই ভালোবাসা
বড়ো মধুর ভারী খাসা,
ধরার বুকে সুখে দুখে
নিবিড় মায়ায় থাকে ঠাসা।
ধান দুর্বা ও চন্দন দিয়ে
ভাইকে বোনে ফোঁটা আঁকে,
আয়ু বৃদ্ধির আশিস দিয়ে
নতুন জামা মিষ্টি রাখে।
ভাই ফোঁটার এই পবিত্র দিনে
সব ভাই বোনে উন্মুখ মনে,
খুশিতে রয় অপেক্ষাতে
মিলন মেলায় আশার সনে।