এসো তুমি দাও চুমি হৃদ ভূমি ফাঁকা ,
ভালো বেসে কাছে ঘেঁষে প্রেম রেশে মাখা।
ধরি তান গাই গান আজ মান নয়,
বাহু পাশে প্রীতি রাশে মন নাশে ভয়।
তুমি থাকো হাত রাখো শুধু মাখো প্রীতি ,
আছে যত বুকে ক্ষত মুছে শত নিতি।
বৃথা ভুলে প্রেম ফুলে মন ভরে তুলে
সুখে মেখে মনে রেখে হৃদি দেখে দুলে।
দিন যায় ভাবি তায় সখা কোথা হায়!
মন দিয়ে ভরে হিয়ে ব্যথা দিয়ে যায়।
ভালোবাসা প্রেমে ভাসা হৃদে আশা তুমি,
কাছে এসে মৃদু হেসে প্রেমাবেশে চুমি ।
একা থাকা দুখে মাখা বুঝে সখা নিও ,
এসো সাথী সুখে মাতি মালা গাঁথি প্রিয়।
দিবা রাতি চোখ পাতি তুমি সাথী কোথা
প্রিয় সখা দাও দেখা আমি একা হেথা ।
মন মাঝে সুখ সাজে ছবি রাজে একি!
হলে ভোর টুটে ঘোর খুলে দোর সে কি?
ধেয়ে ত্বরা খুশি ভরা দুখ হরা চোখ,
প্রিয় সখা দিলো দেখা হাসি মাখা মুখ।