এখনো দিনে-রাতে সবখানে তুমিই ভাস্বর,
তোমাকে ঘিরে বিদ্রোহের বলয়ে
তুমিই এক অনন্য বিদ্রোহী,
তোমার কবিতায় শাণিত কলমে
আজও নানা জঞ্জালে প্রতিবাদের ভাষা থাক মরমে,
বেঁচে উঠি আমি ঠিক তোমার লেখনী
যখন অবিশ্বাস্য ছড়ায় মুক্তো-বাণী।
এখনো তুমি বোবা মুখে ভাষা জুগিয়ে
পথিকের কাছে বাতিঘরের মতন অনুপ্রেরণা হয়ে,
এখানেই যেন বিশল্যকরণীর সন্ধান তোমার মুগ্ধ রচনায়,
তোমাকে ঘিরে বাঁচার অমৃত রাজপথে
অনাবিল শৈল্পিক সুষমা-সৃজনে দারুণ মেতে
আজও আরো দৃপ্ত দীপ্ত বাঁচায় নমস্য নজরুল,
পাশে পাশে সবসময় থাকলে
এড়াতে পারি সমাজের বিষ-হুল।