খুলেছি আজ পুরানো হালখাতা ,
জমেছে হিসেব জমা খরচের মেলা ।
পাড় ভাঙা নদীর অগোছালো ভালোবাসা ,
কলেবর জুড়ে ফুঁসিয়ে ওঠা গোপন ফুজিয়ামা ।
লোমোশ বুকে উত্তাপ খোঁজে ,
নোনা ধরা চিল্কা ।
জমছে লাভা টগবগিয়ে ,
ঠোঁটের পাশে বুকের খাজে ,
শ্রান্ত বাঘের থাবা ।
চরছে পারদ আগুন চুষে ,
চুঁইয়ে বরফ গলছে সুখে ,
মুখ ডুবিয়ে সঙ্গোপনে ,
নিবিড় সুখে আপন মনে ।
খুলেছি আবার পুরানো হালখাতা ,
সময় বয়ে যায় কালের স্রোতে ,
অন্ধকূপে চিরনিদ্রায় ।
তিল তিল করে জ্বলে যাওয়া ,
কর্পূরদানিও উত্তাপ হারায় নির্লিপ্ততায় ।
এসেছে সময় জীর্ণ বিদায় বেলা ,
নতুন করে আমার আমিকে খোঁজা ।
হারিয়েছি যা কিছু ধরে নিয়ে নিয়তি ,
শুরু হোক আবাহন , স্বাগতম আগমণি ।।