প্রকৃতির খেলায় বড্ড অসহায়
শুধু চেয়ে থাকা সার,
বিধ্বংসী তুফান আসলে হঠাৎ
তছনছ করে আনে অমা আঁধার।
সমুদ্র উথাল বীভৎস দুর্বার
ঢেউ আছড়ে পড়ে দিনে রাতে,
স্রোতের দাপটে বাঁধ ভাঙা জল
প্লাবনের রূপ নিয়ে ধ্বংসে মাতে।
বাড়ি ঘর ভাঙে খেত জলে ভাসে
হয় ফসলের ক্ষতি,
বৃক্ষরাজি কত উৎপাটিত করে
গবাদি পশুর দুর্গতি।
গৃহহীন হয়ে কত দীন মানুষ
আশ্রয়ের খোঁজে চলে,
প্রকৃতির এমন রোষের খেয়ালে
গরিবের হয়রানি পলে।
সৃষ্টি ধ্বংসের কত রূপ খেলা
প্রকৃতির মাঝে হয়,
নিমেষ মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে
কত মানুষের ভিটে ভেঙে হয় লয়।