বুকের মধ্যে গুছিয়ে রাখি নির্বাক ব্রতকথা,
রঙিন দেয়ালে ঝালর দোল খায় হাওয়ায়,
অসীম ব্যবধান জিইয়ে রেখে পা বাড়াই অদৃষ্টে,
হার জিতের বৃত্তের বাইরে……
ফিরবো না জেনেও-
অনুভূতির শিকড় আঁকড়ে ধরে রাখে আষ্টেপৃষ্ঠে,
অনন্ত ছায়ায় আলপথ জুড়ে দীর্ঘ সন্ধিপথ,
থই থই জলে বানভাসি অনুতাপ পথভ্রষ্ট,
ঠিকানা খুঁজে পায়নি চৌকাঠের ঘেরাটোপ…..
ঋণের বোঝা স্তূপীকৃত পরতে খাবি খায়,
ভাঙনের সুরে ছন্দে নেই প্রতিবাদী কন্ঠ,
একাকীত্ব ঘেঁষে একটু দাঁড়িয়ে পড়ি,
যোজন দুরত্বে নিরাপদ জোছনায় স্থানু-
ফিরবো না জেনেও…….