পয়লা জানুয়ারির ভোর,
বিগত বছরের হিসাব চাইলো।
কি হারালে, কি পেলে?
কতটা শূণ্যতা কাটিয়ে পূর্ণতা পেলে?
কোন্ স্বজন হল বৃত্তের বাইরে
কোন্ পর এল হৃদয়পুরে?
কতটা মানসিক খরা অতিক্রম করে
কতটা শস্যশ্যামলা হয়েছো?
মনের মেঘলা কাটাতে
কোনো সূর্য ছিনতাই করেছো কারও জীবন থেকে?
নিজের চোখের জল মুছতে
কার মুখের হাসি কেড়েছো?
এত প্রশ্নের মুখে দাঁড়িয়ে
এক পরাজিত মানুষ।
যে আজ নিঃস্ব।