প্রভুর বিধান দেয় যারা মান
জীবন পথটা সুগম হয়,
স্বচ্ছ মনে চলার ক্ষণে
দূরে থাকে বিঘ্ন ভয়।
অন্যায় কাজে শাস্তি সাজে
পরিণতি ভালো নয়,
অসৎ কর্মে ভুগে মর্মে
পাপের বোঝা ঘাড়ে লয়।
ধর্ম পথে ন্যায়ের রথে
মগ্ন থাকে যাদের মন,
প্রভু মায়া কৃপার ছায়া
দিয়ে তাঁদের পাশে রন।
ঋদ্ধ যারা জানে তাঁরা
বিধির বিধান মানতে হয়,
সত্যের আলো ঘুচায় কালো
ধর্ম পথেই আসে জয়।
সুকাজে মন দিয়ে যেজন
সেধে চলে মহৎ কাজ,
জীবন কাটে সুখের বাটে
মাথায় পড়ে যশের তাজ।