রাতি শেষে মিঠে হেসে
এসে গেলে ভোর,
রবি মামা দিয়ে হামা
বলে খোল্ দোর।
শাখে বসে মধু সুরে
গাহে গান পাখি,
ঘুম টুটে জেগে ওঠে
খুকু খোলে আঁখি।
বাগে ভরে শত ফুলে
অলি ছুটে ধায়,
মন সুখে অনুরাগে
মধু লুটে খায়।
মৃদু বায়ু গায়ে মেখে
চাষি ছুটে মাঠে,
চাষ করে বীজ বুনে
সাঁঝে ফিরে বাটে।
প্রভু দানে জীবে জানে
বাঁচে ধরা ধামে ,
তাঁর খেলা খুশি ভেলা
নয় হেলা নামে।