শনশনিয়ে বইছে বাতাস প্রবল মত্ত বেগে,
সৃষ্টি যেন লন্ডভন্ড করবে ভীষন রেগে।
মট মট মট পড়ছে ভেঙ্গে গাছেরা আজ সবে,
বজ্রনাদে আকাশে বাতাসে সরোষ নিনাদ রবে।
জীবকূল সব আর্তনাদে আতঙ্ক বিহ্বল,
মড়মড়িয়ে ভাঙছে ঘর,চোখ ভরা জল।
রূদ্রভৈরব রূপ ধরেছে সর্বনাশা ইয়াস,
সৃষ্টি ধ্বংসে মিটাতে চায় তার সকল তিয়াস।
সহস্র নাগিনী ফুঁসছে যেন ক্রোধের আগুনে,
মানবমন ত্রাস কম্পিত এসব দেখে শুনে।
জনজীবন গতি হারিয়ে স্তব্ধ বেদনায়,
ধনীর চেয়ে গরীব মরে সব হারিয়ে তায়।
প্রকৃতি আজ নিচ্ছে শোধ সকল অবিচারের,
ক্ষোভে দুঃখে রূপ বদলেছে প্রলয়ঙ্করী ঝড়ের।
মানুষ যেদিন হুঁশে ফেরে বিবেকবান রবে,
ধরনী মাতাও ঘূর্ণি থামিয়ে শীতল যে হবে।