কষ্টকে বুকের পাটায় বেটে
গুড়ো গুড়ো করে
সুরার পাত্রে নিয়েছি মিশিয়ে,
সেই বিষ একচুমুকে পান করে
নীলকন্ঠ হয়ে
বসেছি কঠোর ধ্যানে।
ধ্যানে বসে দেখি
বিশ্বজগৎ প্রপঞ্চময় মায়ার বন্ধনে।
কষ্টকে বুকের পাটায় বেটে
গুড়ো গুড়ো করে
সুরার পাত্রে নিয়েছি মিশিয়ে,
সেই বিষ একচুমুকে পান করে
নীলকন্ঠ হয়ে
বসেছি কঠোর ধ্যানে।
ধ্যানে বসে দেখি
বিশ্বজগৎ প্রপঞ্চময় মায়ার বন্ধনে।