প্রথম আলোর পরশে তো তুমিই আনলে মাগো।
ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো প্রথম দেখি যেগো।
স্নেহের পিযুষ স্তন্য ধারায় পেলাম আমি জীবন।
আলোর ভুবন দেখতে পেয়ে খুশি হলো মন।
তোমার অনুকরণে মাগো আধোবুলি শিখি।
জ্ঞানের আলোর পরশ পেয়ে আখরে তা লিখি।
প্রথম আলো দেখতে পেলাম রোদের ঝিকিমিকি।
গাছের শাখে পাখির কূজন,লাগলো দারুণ সেকি
প্রথম আলোর পরশে দেখি সবুজ মাঠের পরে।
ঘাসফড়িং আর চড়ুই কেমন যাচ্ছে ওড়ে ওড়ে।
প্রথম আলো মন ভুলালো একটু বড়ো হতে।
উদাসী বাউল একতারা লয়ে যাচ্ছে মাঠের পথে।
প্রথম আলো আঁকলো চোখে শুধুই মুগ্ধতা।
ছড়াছবি, বর্ণপরিচয়ের সাথে গড়লো সখ্যতা।
প্রথম আলোয় প্রথম দেখি মায়ের মুখের হাসি।
তুমিই জীবনের জ্ঞানের আলো মাগো ,তোমায় ভালোবাসি।
সবার সেরা মা যে সবার প্রথম আলোক দাত্রী।
জন্মদাত্রী জননী যে যুগে যুগে চিরপূজ্য পাত্রী।