থার্মোমিটারের পারদ ছুটে চলে তরতর করে
নিঃসঙ্গ হাসপাতালের বেডরুম থেকে
মর্গের কফিনবন্দি শবের পালসবিট ছাড়িয়ে।
তবুও প্রাণপণে চাই প্রত্যাবর্তন—
সেই অস্পষ্ট দিগন্তের তীর্থযাত্রী হয়ে
আপন নিবাসে ফিরে আসার তাগিদে
অসুখের একলা পথে মৃত্যু উপত্যকা পরিভ্রমণের মতো ক্ষণিকের আবদার পূরণের আমেজে।
কিছু ঘুমন্ত বিপ্লবের চাষ করার নেশায়
নয়তো, অনুতপ্ত অজুহাতের আড়ালে
নক্ষত্রপতনের চুপকথা রূপকথা হয়ে,
কিছু দীর্ঘমেয়াদি অনুভূতির
একছত্র মালিকানার অংশীদার হয়ে।