কৃষক মজদুরের শতেক কাহন
শতেক বেদন শতেক দহন।
মাঠে নেই শস্য বপন,
বন্ধ তাই উৎপাদন।
সঞ্চয়ের ভাঁড়ার শূণ্য দিশাহারা
,চিন্তামগ্ন জীবন সারাক্ষণ।
সমস্যার নির্গমন তরে সচেতন প্রাণ
খুঁজে চলে সমীকরণ।
ঘোর দুর্দিন ক্ষণ আত্মীয়ের স্বরূপ
অন্তর করে নিরূপণ।
বদলে গেছে আজ মানুষের
ধরন ধারন লোচন ।
তবুও আনতে চায় নবীন সংযোজনে
আবারো জীবনে পরিবর্তন।
হাজারো দুখের মাঝেও স্বপন মাঝে
বুননে মগ্ন অচেতন মন।
একাগ্রতায় কর্মের মাঝে
আপনারে করলে সমর্পণ।
তমসার আঁধার যাবেই ঘুচে
সুসময় জানাবে নিমন্ত্রণ।