বহুদিন ধরে রাখা আছে কলসীটা
ঘরের ঈশান কোনে
সঙ্গপনে
মহামিলনের গানে পূর্ণ করার অভিলাষে
কত সমুদ্র ছেঁচে অঞ্জলি ভরে এনেছি জল
মহামিলনের নামে
কোথা জল, এতো শুধু চোরাবালি কলসীও
পূর্ণ হয়নি
আতিপাতি করে খুঁজেছি আমার অর্দ্ধ সমাপ্ত
শুধু একটা লাইন মহামিলনের
বুকের জমানো অভিমান পাহাড়
রেখে এসেছি দিকভোলা পথে
অশ্রুকে কমন্ডলুতে ভরে
মিশিয়ে দিয়েছি নদীর জলে
জীবনে এখন অস্তরাগ
মাথার চুলে শুভ্র পাক
বসে আছি দীর্ঘ প্রতীক্ষায়
কবে কোন এক চৈতী পাখি
উড়ে এসে বুকে নেবে অর্ধসমাপ্ত পান্ডুলিপি
পূর্ণ করবে কলসীখানি মহামিলনের গানে।