নিঠুর ভাবে মারলে যারে ,
দোষ ছিলো না তার।
পড়ছে ঝরে এমনি করে
নিরীহ বার বার।
লাশটি নিয়ে কাটা ছেঁড়ায় ,
কারণ খোঁজে সবে।
মৃতের যারা আপন তারা ,
কেঁদেই সারা হবে।
শহর জুড়ে মৌন মিছিল ,
গুণীজনের ভিড়।
কাঁদছে কেহ বুকের ‘ পরে
ঝরে নয়ন নীর।
বিচার হবে হয়তো দোষী ,
সাজাও নয় পাবে।
শুধু যাহার গেলো তাহার ,
কেমনে দিন যাবে ?
কাটবে দিবা কাটবে নিশি ,
লয়ে চোখের জল।
কেঁদে কেঁদেই সাঙ্গ হবে ,
অসহায়ের বল।
তোমরা যারা দেশের হিতে ,
রয়েছ আজ সবে।
বলতে পারো সুখের দিন ,
আসবে হেথা কবে ?
প্রতীক্ষাতে আছি যে তাই ,
গুনছি বসে দিন।
হৃদয় মাঝে বাজবে কবে ,
মিলনের সে বিণ্ ।