উজানে ভেসে যেতে যেতে যেতে
স্বপ্নিল আবেশে ভাঙনের বিষন্ন-রেখা
চোখের সামনে ঝলমল অচিরাৎ।
এমন ভাঙাভাঙির ক্রীড়া মনের অতলে
কতকাল চলেছে উদ্দাম বিচিত্র আচরণে,
নুয়ে পড়ে প্রাণ, সব আলো নেভে,
জীবনে যেন হলাম আংশিক কুপোকাত।
এমত সংকটে যথাযথ নিই কুড়িয়ে
বাঁচার যাবতীয় সম্পদ,
স্বপ্নেরা আবার ওড়ে আমার আকাশে
স্থির প্রত্যয়ে জেনেছি প্রকৃতির প্রতিশোধ।
আরো আরো সাবধানী চতুরালি মনন
পদক্ষেপের হিসেব রাখে ঠিকঠাক্,
পিছল পথে তবু হড়কে যায় প্রিয় প্রাণ
লুকিয়ে রেখেছে গরল সামনের অন্ধ বাঁক।