আমি ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছিলাম
ভেবেছিলাম আজ তাকে হারাবোই,
ঝড় বিদ্যুৎ গতিতে আমার পিছু নিয়েছিল।
খড়কুটোর মতো উড়ে যাচ্ছিল গরীবের কুঁড়েঘর,
মুহুর্মুহু ভূপাতিত হচ্ছিল বড় বড় বৃক্ষরাজি।
সবার কথা ভেবে আমি স্তব্ধ হলাম, থেমে গেলাম,
ভাবলাম ঝড় বুঝি থামাবে তার ধ্বংসলীলা
নিস্তার পাবে গরীবের কুঁড়েঘর আর বৃক্ষরাজি।
ঝড় কিন্তু থামেনি, সে এগিয়ে চলেছে দৈত্যের মতো,
কোনো এক অদৃশ্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে চলছে দ্বৈরথ।
সুস্থির মনে ভেবে দেখলাম, কে সেই অদৃশ্য প্রতিদ্বন্দ্বী ?
জানতে পারলাম অবশেষে-
মানুষের লোভ লালসা আর দ্রুত বড়লোক হবার অভীপ্সা।
লোভ-লালসার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃক্ষচ্ছেদন,
আঘাতের পর আঘাত হানছে সর্বংসহা প্রকৃতির ওপর।
শক্তিশালী হচ্ছে ঝড়, বৃদ্ধি পাচ্ছে তার গতিবেগ,
আমার মতো সাধারণ মানুষ তো নস্য
ঝড়ের প্রতিযোগিতা মানুষের লোভ লালসার গতির সঙ্গে,
ঝড়ের পরতে পরতে রয়েছে প্রথম হবার তাগিদ
বাধাহীন পথে সে গতিবেগ বাড়িয়ে এগিয়ে চলেছে দৈত্যের মতো।।