হয়তো ছিলো না উপেক্ষার কোনও কারণ,
তবুও কুন্ঠিত দ্বিধা নোঙর ফেলে স্বপ্ন বালুকায়,
থামিয়ে দেয় চলা।
ঝাউবনে অনেক শব্দকথা,
বৈচিফলের মালা গাঁথা বুনোস্বর৷
আকাশ নদীর সন্ধিতে ভাসে নাও,
ছেঁড়াপাল তবুও ভাসিয়ে নেয় অবার্চিন অগুণতি
সুখের অসুখ,
তীব্র দহনে হলুদ আগুন
ছড়িয়ে দেয় ভাঙা দুপুর,
অধীর ভাবনা জুড়ে
জেগে ওঠে ঘুমের শহর।
তখন কথার স্তূপ তন্দ্রার বিভাবরি মোম
গলে গলে নিঃশেষ,
শুধু তখনও স্বর-ধ্বনির
বিশুদ্ধ উচ্চারণ,
প্রতিধ্বনি অতন্দ্র প্রহরে,
জেগে উঠি নির্দ্বিধায় অলৌকিক স্বপ্নের খোঁজে।