প্রজাপতি! এমন অরূপ রঙের বাহার পেলে বলো কোথায় ?
ফুলকলিরা অনুরাগে পাপড়ি মেলে তোমার সোহাগ ছোঁয়ায়!
মধুকর তুমি যে যৌবনরস পিয়াসী।
বাতাস তোমার কানে কানে বার্তা দেয় আসি।
ফুলের মধু পান করে পরাগরেণু ছড়াও।
তুলতুলে ছিপছিপে তনুলয়ে নেচে নেচে বেড়াও।
প্রজাপতি! তুমি সৌভাগ্যের দূত, তুমি চির কল্যাণ।
তোমার আগমন সূচিত করে শুভ সন্দেশের আহ্বান।
তোমার মতন আমিও যদি পেতাম দুটি ডানা।
নেচে বেড়াতাম ফুলের বনে ধিন-তা -ধিনা- না-।
প্রজাপতি ! তুমি স্রষ্টার সযতন সৃজন অনুপম।
কবির কাব্যে শব্দমাধুরীতে মনোরম।